মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

সনদের স্বীকৃতির দাবিতে সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ১২:৩৯

শেয়ার

সনদের স্বীকৃতির দাবিতে সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান
ছবি: সংগৃহীত

সনদের আইনি ভিত্তির দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবশে করে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা।

শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিট দক্ষিণ গেটের ওপর দিয়ে প্রথমে প্রবেশের চেষ্টা করেন প্রায় পাঁচ শতাধিক বিক্ষুব্ধ। পরে ফটক খুলে দেন দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। মূল মঞ্চের সামনে গিয়ে জড়ো হন তারা।

এ সময় বিক্ষোভ করতেও দেখা যায় জুলাই যোদ্ধাদের। মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়ে তাদের শান্ত হয়ে আসন গ্রহণের আহ্বান জানানো হয়। মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন জুলাই যোদ্ধারা।

জুলাই যোদ্ধাদের অভিযোগ, তাদের অবমূল্যায়ন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের খোঁজ নেয়া হয়নি। জুলাই সনদে তাদের স্বীকৃতি দেয়া হয়নি।

তাদের দাবি, ঐকমত্য কমিশনের সদস্যরা যাতে মঞ্চের সামনে এসে তাদের দাবি দাওয়া শোনেন।

বিকেল চারটায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।



banner close
banner close