মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

রাজধানীতে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ১৬:০৮

আপডেট: ১৬ অক্টোবর, ২০২৫ ১৬:১১

শেয়ার

রাজধানীতে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সক্রিয় সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের একটি অভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুল জব্বার, মো. মামুন হোসেন, মো. সোহাগ, মো. আবু বক্কর সিদ্দিক ও মো. রুহুল আমিন।

গোয়েন্দা ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, আন্তঃজেলা ডাকাতদলের ১৪/১৫ জন সদস্য ঢাকা মহানগর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক নয়টার দিকে উত্তরা পূর্ব থানাধীন রাজউক উত্তরা মডেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত তিনটি ডিবি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, তিনটি নেইমপ্লেট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক দস্যুতা ও ডাকাতি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close