ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরা পশ্চিমে WINDY গ্রুপের কর্পোরেট অফিস থেকে এক কোটি টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন প্রতিষ্ঠানটির ফাইন্যান্স বিভাগের ডেপুটি ম্যানেজার মো. রাশেদ নিজাম (৩৭) ও তার সহযোগী মো. সাইদুর রহমান (৪৩)।
রাশেদের লাগেজ থেকে ৩০ লাখ এবং সাইদুরের বাসা থেকে ২৮ লাখ ৮৪ হাজারসহ মোট ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজধানীর পল্লবী ও সাভার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








