মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

মিরপুর অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১২:৫৭

শেয়ার

মিরপুর অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার শোক
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানান।

শোকবার্তায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি জাতির জন্য এক বেদনাদায়ক ঘটনা। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তাদের চিকিৎসায় যেনো কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ১৬ জনের মৃত্যু হয় এবং আরও অনেকে দগ্ধ হন।



banner close
banner close