বিশ্বজুড়ে তরুণদের কাঙ্ক্ষিত পৃথিবীর স্বপ্ন দেখতে আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, কেবল বর্তমান পৃথিবীতে নিজেদের খাপ খাওয়ানোর চেষ্টা না করে, বরং নিজের মতো করে কেমন পৃথিবী তারা চায়, সে বিষয়ে একটি নিজস্ব স্বপ্ন লালন করে। সমাজ গঠনের ক্ষমতার ওপর জোর দিয়ে তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য সাহসী হতে হবে।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের তরুণ সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘অনেকে বলে, তরুণরাই ভবিষ্যৎ, আমি বলি, তরুণরাই বর্তমান।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে, আর আজকের তরুণরা আগের প্রজন্মের মতো নয়। আমি কেমন একটি পৃথিবী তৈরি করতে চাই? তারপর সেটিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। কারণ তোমাদের হাতে রয়েছে সেটি বাস্তবায়নের সব উপকরণ।’
প্রতিনিধিদলে ছিলেন সুইডেনের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতা, অ্যালিস ল্যান্ডারহোম (মডারেট ইয়ুথ পার্টি), আরিয়ান টোয়ানা (সোশ্যাল ডেমোক্রেটিক ইয়ুথ পার্টি), আন্তন হোমলুন্ড (লিবারেল ইয়ুথ পার্টি), ডেক্সটার ক্রোকস্টেড (সুইডেন ডেমোক্রেটস ইয়ুথ), হান্না লিন্ডকভিস্ট (গ্রিন ইয়ুথ পার্টি) এবং ম্যাক্স পেলিন (ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইয়ুথ পার্টি); নরওয়ের তরুণ নেতাদের মধ্যে ছিলেন ওডা রোহমে সিভার্টসেন (ইয়াং কনজারভেটিভস), লার্স মিকায়েল বারস্টাড লাভোল্ড (প্রগ্রেস পার্টি ইয়ুথ), এবং সাইভার ক্লেভে কোলস্টাড (রেড ইয়ুথ)।
বৈঠকে প্রধান উপদেষ্টা তরুণ প্রতিনিধিদের সাথে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা এবং মতাদর্শ নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন:








