সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গাজীপুরে র‍্যাবের অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘লিটন’ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ২১:৫৮

শেয়ার

গাজীপুরে র‍্যাবের অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘লিটন’ গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের শ্রীপুর উপজেলার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ জহিরুল ইসলাম লিটন (৪৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে গাজীপুর সদর থানার বিলাসপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ নাফিজ বিন জামাল।

র‍্যাব সূত্র জানায়, লিটন দীর্ঘদিন ধরে শ্রীপুর আশপাশের এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল। সে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হিসেবেও পরিচিত।

গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার বরমা ইউনিয়নের বরমা চৌরাস্তা এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের নিকট চাঁদা আদায় ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে লিটন ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা বিক্ষোভ করে লিটনের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে, গত ২৮ আগস্ট চাঁদা আদায়ের সময় গণপিটুনিতে আহত শেখ মামুন আল মুজাহিদ সুমন নামের আরেক আসামিকে পুলিশ গ্রেপ্তার করলে, লিটনের নেতৃত্বে ৪০-৪৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে পুলিশের গাড়িতে হামলা করে সুমনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এসআই (নিঃ) মোঃ রেজাউল করিম বাদী হয়ে শ্রীপুর থানায় দায়ের করেন।

ঘটনার পর থেকে র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানির একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। র‍্যাবের একটি বিশ্বস্ত সোর্স ও সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বিষয়ে র‍্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ নাফিজ বিন জামাল বলেন, “গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম লিটন একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে অস্ত্র আইনের মামলাও রয়েছে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা এ ধরনের অভিযানে নিয়মিত থাকব।



banner close
banner close