রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ১৭:৪৪

শেয়ার

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০
ছবি: সংগৃহীত

রাজধানীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী ও নিউমার্কেট থানা পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, বুধবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মো. সজল মিয়া, মো. বজলু, ইউসুফ, মো. জহির, মো. মনির হোসেন, মো. ইউসুফ, মো. হবিবুর রহমান, আশরাফুল ইসলাম ও মো. সাহাবুদ্দিন।

অপরদিকে পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার পল্লবী থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো মো. মহিউদ্দিন, মো. আরমান, মো. শাকিল, মো. সুজন, মো. নাহিদ হাসান, মো. কাওসার, মো. জাহিদ, মো. রিয়াজ, মো. আব্দুল করিম, স্বপন হোসেন, মো. নবাব, মো. সোহেল, মো. রফিক, মো. কবির আহমেদ, মো. আরিফ, মো. খাইরুল ইসলাম। বিশাদ হাসান, মো. শাকিল, মো. সোহান আহম্মেদ, মো. তুষার খাঁন ও মো. হাফিজুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে পিস ইয়াবা, দুই বোতল ফেনসিডিল, ৭৫ গ্রাম গাঁজাসহ অবৈধ মাদক দ্রব্য বিক্রয়ের নগদ দুই লাখ ৯২ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন।



banner close
banner close