রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ১২:০৭

আপডেট: ৯ অক্টোবর, ২০২৫ ১২:১২

শেয়ার

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি
সিসিটিভি ফুটেজ থেকে নেয়া

রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পুরো শপিং মলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (০৯ অক্টোবর) রাতে মৌচাকের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৩টার দিকে রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলেরশম্পা জুয়েলার্সনামের একটি স্বর্ণের দোকানে সংঘটিত হয় দুর্ধর্ষ এই চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে দোকানটিতে আসে এবং শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়।

শম্পা জুয়েলার্সের মালিক জানান, তার দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণের অলংকার সাজানো ছিল। পাশাপাশি ১০০ ভরির মতো বন্ধক রাখা স্বর্ণ প্রায় ৪০ হাজার টাকা নগদও ছিল, যা সবকিছুই চোরেরা লুট করে নিয়ে গেছে।

তিনি জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরে ভোরে মার্কেটের দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে এসে দেখেন, দোকানের সবকিছু চুরি হয়ে গেছে।

এর আগে, গত রোববার (০৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে আরেকটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার প্রায় পৌনে লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। ঘটনায় মঙ্গলবার (০৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।



banner close
banner close