বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কেনা হচ্ছে। মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ) বা নানামুখী ভূমিকা পালনে সক্ষম এসব যুদ্ধবিমান কেনা, প্রশিক্ষণ, অন্যান্য খরচসহ মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা। জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এসব যুদ্ধবিমান কেনা হচ্ছে।
চলতি ২০২৫-২৬ এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরে যুদ্ধবিমান কেনার চুক্তি বাস্তবায়নের আশা করছে সরকার। জি টু জি পদ্ধতিতে চীন সরকার বা সে দেশের সরকার মনোনীত কোনো সংস্থার কাছ থেকে এসব বিমান কেনা হবে। এসব বিমানের মূল্য ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে পরিশোধ করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে বুধবার এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। তিনি বলেন, বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি ২০টি জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরে সরাসরি ক্রয় অথবা জিটুজি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে।
অবশ্য গত মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সাংবাদিকরা চীন থেকে যুদ্ধবিমান কেনা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। একটি গণমাধ্যমে প্রকাশিত এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিত অর্থ উপদেষ্টাকে ওই প্রশ্ন করা হয়।
আরও পড়ুন:








