রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

অবশেষে গ্রেপ্তার হলো কিশোর গ্যাং লিডার “ডন সাগর”

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ১৩:০৫

শেয়ার

অবশেষে গ্রেপ্তার হলো কিশোর গ্যাং লিডার “ডন সাগর”
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারিবাগ এলাকায় সেনা অভিযানে কিশোর গ্যাং লিডার “ডন সাগর”গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার সকালে মোঃ নায়নকে হত্যার চেষ্টা চালানোর পর তার অবস্থান শনাক্ত করে সেনাবাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কিশোর গ্যাং লিডার “ডন সাগর”-কে সফলভাবে আটক করে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়:

০২টি চাপাতি

০২টি মোবাইল ফোন

নগদ ২৭০০ টাকা

০১টি হাতঘড়ি

আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে হাজারীবাগ থানায়।

আইনশৃঙ্খলা বাহিনীর এই দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



banner close
banner close