ছাত্রলীগের সাত নেতাসহ গ্রেপ্তার ১১
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে ঢাকায় আগত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের ৭ নেতা-সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৮ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর উদ্দেশ্যে রাজধানীতে অবস্থান নেয়া এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃতদের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:








