রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মিরপুরে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাং লিডার সুমন সহ আটক তিন

এস এম রফিক, মিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ২০:০৩

শেয়ার

মিরপুরে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাং লিডার সুমন সহ আটক তিন
ছবি: বাংলা এডিশন

মিরপুরের বেরিবাঁধ এলাকায় জমজমাট ইয়াবা সাম্রাজ্যের অবসান ঘটিয়েছে সেনাবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে ৬ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ডিফেন্স (ইডি) রেজিমেন্টের মিরপুর ক্যাম্পের একটি চৌকস ইউনিট অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার সুমন মোল্লা এবং তার দুই সহযোগী মো. মাসুদ ও ফয়সাল আশিককে গ্রেপ্তার করে।

অভিযানে উদ্ধার করা হয় প্রায় ২,০০০ পিস ইয়াবা, ৬৫ কেজি গাঁজা, নগদ অর্থ, স্মার্টফোন, গাড়ি, এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একাধিক ডিভাইস।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় কিশোরদের ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার নেতৃত্বেই গড়ে ওঠে ভয়ংকর কিশোর গ্যাং, যারা এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল। স্কুল-কলেজ পড়ুয়া কিশোরদের হাতে অস্ত্র ও মুখে নেশাসবই ছিল এই সিন্ডিকেটের কাজের ফল।

সেনাবাহিনীর হঠাৎ অভিযান যেন আশিকদের সিন্ডিকেটে বজ্রপাতের মতো নেমে আসে। অনেক দিন ধরেই তারা গোয়েন্দা নজরদারিতে ছিল। অবশেষে মঙ্গলবার অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার সুমন ও তার মূল সহযোগী ফয়সাল ও মাসুদকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ব্যবহৃত মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি এবং ইয়াবা বিক্রির নগদ অর্থ ছাড়াও জব্দ করা হয় গোপন যোগাযোগে ব্যবহৃত ডিভাইস।

অভিযান-পরবর্তী প্রতিক্রিয়ায় সেনা সূত্র জানায়, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ ধরনের অভিযান চলবে।"

এলাকাবাসী সেনাবাহিনীর এই সাহসী উদ্যোগের প্রশংসা জানিয়ে বলেছে, "যারা আমাদের সন্তানদের নষ্ট করছিল, আজ তারা ধরা পড়েছে। আশা করি, এবার এলাকা শান্ত হবে।"

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



banner close
banner close