অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এবারের ভোট হবে দিনের বেলা, রাতের অন্ধকারে নয়। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ৫৪ বছর পর যে সুযোগ এসেছে, তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।
বুধবার রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, এই মাদরাসা ২৫০ বছরের ইতিহাসে সমাজ ও রাষ্ট্র গঠনে অনন্য ভূমিকা রেখেছে। তিনি আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন, হাদিস ও আরবি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অতি আধুনিকতার নামে মাদরাসা শিক্ষার্থীরা যেন মৌলিক ইসলামি শিক্ষা থেকে বিচ্ছিন্ন না হয়।
তিনি আরও জানান, মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে, যা মাদরাসা শিক্ষার অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আরও পড়ুন:








