সেন্টমার্টিনের অদূরে গভীর সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি দুটি ট্রলারসহ ১৪ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে, সেন্টমার্টিন দ্বীপের পূর্ব পাশে, মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জেলে রহিম উল্লাহ।
রহিম উল্লাহ জানান, বাংলাদেশি জেলেরা গভীর সাগরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে স্পিডবোটযোগে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে দুটি ট্রলার ঘিরে ধরে। পরে ১৪ জন জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে যায় তারা। ঘটনার পর পাশের অন্যান্য ট্রলার কিছুটা নিরাপদ দূরত্বে সরে আসে।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ জানিয়েছেন, আরাকান আর্মির হাতে আটক হওয়া দুটি ট্রলারের মালিক হচ্ছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের মো. কালাম ও সৈয়দ আহমদ।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, আমরা দুটি ট্রলারসহ ১৪ জেলে আরাকান আর্মি কর্তৃক ধরে নেওয়ার খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
আরও পড়ুন:








