রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

আজ নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৭

শেয়ার

আজ নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
ছবি: সংগৃহীত

জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলন রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এ সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার একটি বড় সুযোগ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত আটটায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সম্মেলনটি শুরু হবে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য দেবেন। রাষ্ট্র ও সরকার প্রধানসহ কমপক্ষে ৭৫টি দেশ এবং সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের এক কর্মকর্তা জানান, রোহিঙ্গা সমস্যা একটি আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা যেনো আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে বাদ না পড়ে, সেক্ষেত্রে এই সম্মেলন গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোহিঙ্গা সমস্যার সমাধান বিশেষ করে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাসন, রোহিঙ্গাদের জন্য দাতা দেশগুলোর অর্থায়ন সহায়তা চাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানোর সুযোগ পাওয়া যাবে এই সম্মেলন থেকে।



banner close
banner close