রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:০৩

শেয়ার

একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি: আসিফ মাহমুদ
ফাইল ছবি

ক্রিকেটার সাকিব আল হাসানকে পুনর্বাসন না করার সিদ্ধান্তের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহস্র গালি শুনতে হয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সঙ্গে তিনি তার অবস্থানে অটল থেকে দাবি করেছেন, তার সিদ্ধান্তই সঠিক ছিল।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি লিখেছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But i was right. End of the discussion।

যদিও পোস্টে তিনি সাকিব আল হাসানের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে ক্রিকেট মহলে বিষয়টি স্পষ্ট যে তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দলে দ্রুত পুনর্বাসন দেওয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাই বলেছেন। সাকিবের পক্ষে আইনি সহায়তা বা দ্রুত দলে ফেরার পদক্ষেপ না নেওয়ায় সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন আসিফ মাহমুদ।

এই পোস্টের মাধ্যমে তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদ ইঙ্গিত দিলেন যে সমালোচনার পরেও তিনি মনে করেন সেই সময়ে তার নেওয়া অবস্থান এবং সিদ্ধান্ত যৌক্তিক ও সঠিক ছিল।



banner close
banner close