রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সরকারি তথ্য কারও সম্পত্তি নয়, জনগণের জানার অধিকার আছে: ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:১৭

শেয়ার

সরকারি তথ্য কারও সম্পত্তি নয়, জনগণের জানার অধিকার আছে: ড. ইফতেখারুজ্জামান
ছবি: সংগৃহীত

সরকারি তথ্য কোনো কর্মকর্তার সম্পত্তি নয়, এটা জনগণের। তাই তথ্য জানার অধিকার তাদের রয়েছে। এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে তথ্য অধিকার দিবসে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। জানান, দেশে ৬০ ভাগ প্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের বাইরে, যা কোনোভাবেই গ্রহণ গ্রহণযোগ্য নয়।

সেমিনারে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ভোটারদের মৌলিক অধিকার হল প্রার্থীদের তথ্য পাওয়া। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে এ আইনের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সরকারি কর্মকর্তাদের তথ্য গোপনের প্রবণতার পরিবর্তন না করলে, তথ্য অধিকার আইনের সুফল মিলবে না। এ সময়, আইনটির যথাযথ প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তারা।



banner close
banner close