জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে ।
রবিবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন ট্রাইব্যুনালে শুরুতেই একাত্তর টিভির স্থানীয় সাংবাদিক জাহিদুল ইসলাম অনিককে জেরা করছেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। তিনি ২৫ সেপ্টেম্বর আশুলিয়ার এ মামলায় নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তার জেরা শেষ হলে আরও দুজনের সাক্ষ্য নেয়ার কথা রয়েছে। তাদের একজন কনস্টেবল মাসুদ রানা ও অপরজন গোলাম ইফতেখার।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও সহিদুল ইসলাম।
এর আগে, ২৫ সেপ্টেম্বর ষষ্ঠ দিনের মতো জবানবন্দি দেন দু’জন। তবে অনিকের জেরা শেষ না হওয়ায় রবিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। ২৪ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের বিচারকাজের শুরুতেই প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেয়া শফিকুল ইসলামকে জেরা করেন পলাতক আট আসামির পক্ষে দুই স্টেট ডিফেন্সসহ আসামিপক্ষের আইনজীবীরা। এরপরই আট নম্বর সাক্ষীর জবানবন্দি নেয়া হয়।
আরও পড়ুন:








