২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে একদল দূর্বৃত্ত ব্রাদার্স ইউনাইটেড ক্লাব এর ক্লাবঘর এবং রুয়াপের উন্মুক্ত পাঠাগারে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।
ঘটনাসূত্রে জানা যায়, ব্রাদার্স ইউনাইটেড ক্লাব একটি সামাজিক সংগঠন। যারা দীর্ঘদিন যাবত রুয়াপে বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সামাজিক কাজে নিয়জিত আছে।
সেই রাতে হঠাৎ এমন সন্ত্রাসী হামলায় পুরো রুয়াপ বাসী স্তম্ভিত হয়ে গেছে। সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।
ক্লাবঘর এবং রুয়াপের উন্মুক্ত পাঠাগারে এমন নেক্কারযনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ক্লাবের নেত্রীস্থানীয় ব্যাক্তিবর্গ এবং সদস্য সহ রুয়াপের সাধারণ জনগণ।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সেনাবাহিনী, র্যাব, এন এস আই ও স্থানীয় পুলিশ প্রশাসন।
এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি ক্লাবের নেত্রী স্থানীয় ব্যাক্তিবর্গ এবং সদস্যগন নিকটস্থ তূরাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সেই সাথে শুক্রবার জুমার নামাজের পর সর্বস্তরের জনগণ এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেন।
আরও পড়ুন:








