রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আ. লীগ-জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও দ্রুত বিচারের দাবি মঞ্চ ২৪-এর

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫৭

শেয়ার

আ. লীগ-জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও দ্রুত বিচারের দাবি মঞ্চ ২৪-এর
ছবি: বাংলা এডিশন

আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও দ্রুত বিচারের দাবিসহ ৬ দফা দাবি জানিয়েছে মঞ্চ ২৪।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান প্লাটফর্মটি। সংবাদ সম্মেলনে মঞ্চের আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, ‘যারা জনগণের রক্তে হাত রাঙিয়েছে, যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, তাদের কোনোভাবেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই। আতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া মানে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং শহীদদের আত্মত্যাগকে অপমান করা। জুলাই মাসে যে হত্যাযজ্ঞে চালানো হয়েছে তার সাথে সরাসরি আতীয় পাটি এবং ১৪ দল জড়িত।

তিনি আরও বলেন, ‘ইন্টেরিম সরকারের নৈতিক দায়িত্ব হলো- এদের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করা এবং জনগণের রক্তের ঋণ শোধ করতে তাদের বিচারের মুখোমুখি করা। যদি ইন্টেরিম সরকার তাদের রাজনীতি চলতে দেয়, তবে তা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জুলাই বিপ্লবের আত্মত্যাগকে অসম্মান করার শামিল হবে।

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, ‘যদি ১৪ দল আওয়ামী লীগ অপরাধ করে, তারা যদি দোষী হয়; এমন যদির মধ্যে আমরা থাকতে চাই না। এই দল ও ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। আমরা স্বচ্ছতা মধ্যে থাকতে চাই, যারাই হাসিনা সরকারকে স্বীকৃতি দিয়েছেন তাদেরকে আমরা দেখতে চাই না। এখন পর্যন্ত আওয়ামী লীগ তার ভুল স্বীকার করে নি। তাই কোন ধরনের টালবাহানা ছাড়া ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।

মঞ্চ ২৪ এর অন্যতম উপদেষ্টা ও সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ বলেন, ‘জাতীয় পার্টি আগামীর দিনে নিউ নেশন অব আওয়ামী লীগ হতে যাচ্ছে। অতীতে ১৬ বছরে এই জাতীয় পার্টি আওয়ামী লীগ সহায়তা করে এসেছে। তাই একে অতিদ্রুত নিষিদ্ধ করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে কাজী মনিরুজ্জামান মনির, হারুন উর রশিদসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এছাড়া ওই সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো- অবিলম্বে আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি; লাঙ্গল প্রতীক স্থগিত করে নির্বাচনে জাতীয় পার্টি আসার সকল পথ বন্ধ করা; আওয়ামী লীগের জঙ্গি কার্যক্রমের তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার; প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ; জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় জরুরি ব্যবস্থা নেয়া; সরকারের অব্যবস্থা চলতে থাকেলে ন্যায়বিচার নিশ্চিতে তীব্র আন্দোলন।



banner close
banner close