রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রোহিঙ্গাদের মাদক কারবার সরকারের জন্য সংকট সৃষ্টি করেছে: উপদেষ্টা ফারুক-ই-আজম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪১

শেয়ার

রোহিঙ্গাদের মাদক কারবার সরকারের জন্য সংকট সৃষ্টি করেছে: উপদেষ্টা ফারুক-ই-আজম
ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বড় একটি অংশ মাদকের সঙ্গে জড়িত এবং এর অর্থনৈতিক প্রভাবে সীমান্তের ওপারে বিদ্রোহী বাহিনীগুলোকে আর্থিক সামর্থ্য যোগাচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের মাদক কারবার সরকারের জন্য সংকট সৃষ্টি করেছে। সরকার এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এগুলো বন্ধ করতে চেষ্টা করছে। অধিকাংশ বন্ধ হয়েছে বলতে পারি, কিন্তু একেবারে বন্ধ হয়নি।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম ফোরামের আয়োজনে ‘চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট: মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সেমিনারে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের নয়। এটি আন্তর্জাতিক সংকট। তাই একে আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে। এর সঙ্গে প্রতিবেশী অনেক রাষ্ট্রের স্বার্থও জড়িত।’

এ সময় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা প্রকাশ করে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ চায় রোহিঙ্গারা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যাক।’



banner close
banner close