রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পূর্বাচল এক নম্বর মসজিদের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়।
গত রবিবার ভোরে তুরাগের হানিফ আলী মোড় এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনি। এরপর পরিবারের পক্ষ থেকে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এদিকে মামুনের সন্ধান চেয়ে শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে তার পরিবার।
মামুনের স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। আমি কোথায় গেলে সন্তানদেরকে তার বাবাকে ফিরিয়ে দিতে পারবো? সরকার কী পারে না মাওলানা মামুনকে ফিরিয়ে দিতে? আমার স্বামীকে ছাড়া অসহায় হয়ে পড়েছি।’
এ সময় তিনি নিরাপদে স্বামীকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন:








