রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

স্বৈরাচারের সহযোগীরা দেশের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৩

শেয়ার

স্বৈরাচারের সহযোগীরা দেশের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্বৈরাচারের সহযোগীরা নির্বাচন বানচাল করতে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

এদিন বৈঠকে বাংলাদেশের গ্রামাঞ্চলে কোল্ড স্টোরেজ স্থাপনে দেশটির সহায়তা চান প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীকে তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সময় বিগত স্বৈরাচারের সহযোগীরা নির্বাচন বানচাল করতে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও বৃহস্পতিবার যুব বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, যুব অন্তর্ভুক্তি ছাড়া স্থায়ী বৈশ্বিক অগ্রগতি অর্জন সম্ভব নয়। এ সংক্রান্ত অপর এক অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্যকালে তিনি আরও বলেন, যুবকদের সাহস, উদ্ভাবনী শক্তি সমাজকে সমৃদ্ধ করে। গতবছর স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পথ দেখিয়েছে তরুণরা।

এদিকে বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে এক আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে গণমাধ্যমে স্বাধীনতার কথা বলা হলেও তা কেড়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।



banner close
banner close