রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নেত্রকোনায় ১০২ বোতল ভারতীয় মদসহ আটক এক

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০৭

শেয়ার

নেত্রকোনায় ১০২ বোতল ভারতীয় মদসহ আটক এক
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে ১০২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় আবুল বাশার (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাইদুম রৌহা ইউনিয়নের জামতলা বাজারের পাশের রাস্তায় অটোরিকশা থেকে এসব মদ জব্দ করা হয়। এসময় অটোরিকশা জব্দের পাশাপাশি এতে থাকা মাদক কারবারি আবুল বাশারকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক আবুল বাশার জেলা সদরের শিমুলকান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক পরিবহনের গোপন সংবাদে আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার জামতলা বাজারের পাশের রাস্তায় অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় সন্দেজনক একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। অটোরিকশার ভেতরে কাগজে মোড়ানো বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে মদ জব্দের পাশাপাশি অটোরিকশায়সহ এতে থাকা মাদক কারবারি আবুল বাশারকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেছেন।



banner close
banner close