কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত তিন থেকে চার দিনের মধ্যে লিটারপ্রতি এই দুই ধরনের তেলের দাম প্রায় পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর মহাখালী, তেজগাঁও কলোনি ও কারওয়ান বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭২ টাকায়, যা আগে ছিল ১৬৯ টাকা। সুপার পাম অয়েল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১৫৫ থেকে ১৬০ টাকায়, যা আগে ছিল ১৫০ টাকা।
খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাবেই খুচরায়ও দাম বেড়েছে। গত কয়েক দিনে প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪০০ টাকায়। একই সময়ে সুপার পাম অয়েলের ড্রামপ্রতি দাম ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৩১ হাজার টাকায় পৌঁছেছে।
বোতলজাত তেলের খুচরা দাম অপরিবর্তিত থাকলেও পাইকারি পর্যায়ে বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারের এক ব্যবসায়ী জানান, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের প্রতি কার্টন (২০ লিটার) আগের তুলনায় ৫০ থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
গত ৩ আগস্ট থেকে সরকার নির্ধারিত ভোজ্যতেলের দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৮৯ টাকা, পাঁচ লিটার ৯২২ টাকা, খোলা সয়াবিন ১৬৯ টাকা এবং সুপার পাম অয়েল ১৫০ টাকা নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন:








