রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪৭

শেয়ার

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার পরিবার এবং দেশের শীর্ষ ১০টি শিল্পগোষ্ঠীর নামে দেশে বিদেশে থাকা মোট ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে সরকার।

আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথভাবে এই তদন্ত পরিচালনা করে। তদন্ত কার্যক্রমের সমন্বয় করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), এবং আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

তদন্তে দেখা গেছে, এসব সম্পদের একটি বড় অংশ অবৈধ অর্থ উপার্জন, কর ফাঁকি বিদেশে অর্থ পাচারের মাধ্যমে অর্জিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে জমি, বিলাসবহুল ফ্ল্যাট, ব্যাংক হিসাবের অর্থ, শেয়ার, বিদেশি বিনিয়োগ, গাড়ি, সোনা অন্যান্য মূল্যবান সম্পদ।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, দেশের ভেতরে মোট ৪৬ হাজার ৮০৫ কোটি ৩২ লাখ টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্থাবর সম্পদ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা। অস্থাবর সম্পদ: ৩৯ হাজার ৩০ কোটি ৮৭ লাখ টাকা

বিদেশে থাকা জব্দকৃত সম্পদের পরিমাণ ১০ হাজার ৪৫১ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ হাজার ৯৭ কোটি ১১ লাখ টাকা। অস্থাবর সম্পদ: হাজার ৩৫৪ কোটি ৪৩ লাখ টাকা

প্রতিবেদনে আরও জানানো হয়, শেখ হাসিনার পরিবারের পাশাপাশি দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর স্থাবর সম্পদ জব্দ হয়েছে ১৩ হাজার ৮৭১ কোটি ৫৬ লাখ টাকা। অস্থাবর সম্পদ জব্দ হয়েছে: ৪৩ হাজার ৩৮৫ কোটি ৩০ লাখ টাকা। সব মিলিয়ে মোট জব্দকৃত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকা।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সংস্থার একাধিক সূত্র।



banner close
banner close