সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৩৩

শেয়ার

টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও এক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন। এ নিয়ে দুজন ফায়ার ফাইটারের মৃত্যু হলো।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও। নুরুল হুদা ২০০৭ সালে চাকরিতে যোগ দেন।

চিকিৎসকরা জানান, শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় নুরুল হুদাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন। এর আগে কেমিক্যাল কারখানার আগুনে দগ্ধ হয়ে তার শরীরের ১০০ শতাংশ পুড়ে যায়।

উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন। দুজনের শরীরের ১০০ শতাংশ এবং একজনের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া, একজনের পাঁচ শতাংশ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়।

দুজন ফায়ার ফাইটারের মৃত্যুর পর আরও দুজন ফায়ার সার্ভিসকর্মী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।



banner close
banner close