যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের ওপর হামলার প্রতিবাদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’তে (শেখ হাসিনার অবয়ব) ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছে ‘দ্য রেড জুলাই’ নামে একটি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে ওই কর্মসূচি পালন করা হয়। ওই প্রতিবাদ কর্মসূচি পালন শেষে ঢাকা কলেজের এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার শাফি বলেন, ‘দেশ থেকে ফ্যাসিস্ট সরলেও তারা বিদেশে বসে তাদের ষড়যন্ত্র পরিচালনা করে যাচ্ছে। কোন ফ্যাসিস্ট দেশ বা দেশের বাহিরে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে এভাবেই আমরা প্রতিবাদ জানাবো’
এমন কর্মসূচি পালনে ‘দ্য রেড জুলাই’-এর সদস্যসচিব মো. সজিব হোসেন বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা যখন অন্যান্য দিক থেকে পেরে উঠছে না, তখন তারা ডিম লীগ হয়ে আগমন করেছে। পরাজিত লীগেরা কিছু না করতে পেরে বিদেশের মাটিতে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছে। এছাড়া অন্য সফর সঙ্গীদের উপর হামলা ও নানান কটুক্তিমূলক আক্রমণ করা হয়েছে। এরই প্রতিবাদ জানাতে আমরা ফ্যাসিস্ট হাসিনার ছবির ওপর ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এখন থেকে যখনই এই আওয়ামী ফ্যাসিস্টরা বিশৃঙ্খলা বা মিছিল করতে দেখবেন, তাদের প্রশাসনের হাতে তুলে দেবেন।’
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় টার্মিনালের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জুলাই সন্ত্রাসী’সহ নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। টার্মিনাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং বাকি সফরসঙ্গীদের হেনস্তা করা হয়।
আরও পড়ুন:








