রবিবার সকাল ১১টা ১০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আনুমানিক ৪৫ থেকে ৫০ জন ভিডিপি সদস্য এই কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা জানায়, ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সময়কালের জন্য তাদের প্রাপ্য বকেয়া ভাতা ও বেতন এখনো পরিশোধ করা হয়নি। এ বিষয়ে তারা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
আনসার সদস্যরা বলেন, ‘আমরা মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। অথচ আমাদেরই ন্যায্য প্রাপ্তি, মাসিক ভাতা ও বছরের পর বছর ধরে বকেয়া পড়ে আছে। এটি আমাদের জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলছে।’
তারা আরও জানান, অনেক সদস্য পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন এবং অনেকে অর্থাভাবে কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারছেন না।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা সরকারের কাছে তাদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধের আহ্বান জানান এবং ভবিষ্যতে সময় মতো বেতন-ভাতা নিশ্চিত করার দাবি তোলেন।
তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মানববন্ধন ঘিরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন, তবে পরিস্থিতি ছিলো শান্তিপূর্ণ।
আরও পড়ুন:








