রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, বিপুল সংখ্যক ককটেল-মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৪৩

শেয়ার

জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, বিপুল সংখ্যক ককটেল-মাদক উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। অভিযানে এরইমধ্যে বিপুল সংখ্যক ককটেল, পেট্রোল বোমা, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে এই অভিযান শুরু করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি বলেন, জেনেভা ক্যাম্পে আমাদের বিশেষ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে। পেট্রল বোমা ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। আমরা বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এলে বম্বগুলো নিষ্ক্রীয় করা হবে।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান উপপুলিশ কমিশনার।



banner close
banner close