শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতের আদেশের অপেক্ষায় ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৫৪

শেয়ার

আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতের আদেশের অপেক্ষায় ইসি
ফাইল ছবি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিরোধ রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভও হয়েছে। এ বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। এমনটা জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, ইসি আইনের সাত ধারায় বলা আছে, সীমানা নির্ধারণ নিয়ে মামলা গ্রহণযোগ্য হবে না। তবে রিট করা জনগণের মৌলিক অধিকার। আসনের সীমানা নিয়ে হাইকোর্টে ১৮টি রিট হয়েছে। কমিশন আদালতের প্রতি আস্থাশীল। ফলে আদালত থেকে নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করা হবে।

প্রবাসীদের ভোটের বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের অ্যাপের মাধ্যমে ব্যালট পাঠানোর ঠিকানা জানাতে হবে। নির্ধারিত সময়ে একটা ব্যালট পেপার বড় খামে পাঠানো হবে। তবে ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। নিকটস্থ পোস্ট অফিসে ভোটার সেটি পোস্ট করবেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনের কারণে যারা ভোট দিতে পারেন না তাদের প্রবাসীদের মতো নিবন্ধন করতে হবে বলেও জানান তিনি।

এ সময় পাশাপাশি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি নির্বাচন নিয়ে আলোচনা করতে আগামী ২২ সেপ্টেম্বর ইইউ প্রতিনিধি দল দেশে আসবেন বলেও জানান এই ইসি সচিব।



banner close
banner close