রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় অভিযান চালিয়ে মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
বুধবার বিকাল চারটা ৩৫ মিনিটে রমনা থানার অন্তর্গত সেলিনা পারভীন রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি জানায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. আব্দুল হাই গত বছরের দুই অক্টোবর প্রতারণার শিকার হন। একজন প্রতারক নিজেকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে ফোনে কার্ড আপগ্রেডের কথা বলে তার ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য সংগ্রহ করে। এরপর প্রতারক বিকাশের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্টার্ন ব্যাংকের তিনটি কার্ড থেকে মোট ছয় লাখ টাকা আত্মসাৎ করে।
এই ঘটনায় পরদিন পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয় এবং তদন্তের দায়িত্ব পায় সিটিটিসি। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক নুর উদ্দিনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








