মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

আশুলিয়ায় ইয়াবা ও চোলাই মদসহ গ্রেপ্তার পাঁচ

(আশুলিয়া), ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:০০

শেয়ার

আশুলিয়ায় ইয়াবা ও চোলাই মদসহ গ্রেপ্তার পাঁচ
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদ সহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কাঠগড়া ও রাত ১০ টার দিকে ও জামগড়ার শিমুলতলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- জামালপুর সদর থানার শ্রীফলা এলাকার আকতার আলীর ছেলে জহুরুল ইসলাম (২৩), নেত্রকোনার মোহনগঞ্জ থানার মোঃ দুলাল মিয়ার ছেলে আলী আকবর ওরফে বাবু (১৮), একই থানার পাবই এলাকার বাবুল মিয়ার ছেলে মাহফুজ মিয়া ওরফে সোনা মিয়া (১৮), মানিকগঞ্জ সদর থানার গড়পাড়া সাকরাইল এলাকার বাসিন্দা মোঃ লিটন (৪২) ও দিনাজপুরের ফুলবাড়ি থানার রসুলপুর চোমক এলাকার মজির উদ্দিনের ছেলে এনামুল হক (৩৫)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কাঠগড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহুরুল ইসলাম, আলী আকবর ওরফে বাবু ও মাহফুজ মিয়া ওরফে সোনা মিয়া নামের তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এরপরে রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ মোঃ লিটন ও এনামুল হক নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।



banner close
banner close