মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:২০

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:২৩

শেয়ার

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে দুদকের জিজ্ঞাসাবাদ
ফাইল ছবি

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে তদন্তকারী কর্মকর্তা একদিনের জন্য রিমান্ডে এনেছেন। রিমান্ডের কার্যক্রম চলমান আছে।

রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন আরও রিমান্ড বাড়ানোর প্রয়োজন আছে কী-নেই।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ফারজানা রহমানের নামে দুই কোটি ৪৫ লাখ টাকা গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে।

মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়। গত ১৪ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।



banner close
banner close