থানা অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে সাদা পোশাকে পুলিশের সিভিল টিমের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছেন এক আইনজীবী।
সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কিছু এলাকায় থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে সাদা পোশাকধারী সিভিল টিম পরিচালিত হচ্ছে। তবে, বিভিন্ন সূত্রে জানা গেছে যে এই টিমের কর্মকাণ্ডে অনিয়ম ও আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটছে। এর মধ্যে উল্লেখযোগ্য–
১. সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত নজরদারি ও হয়রানি।
২. অনুমোদিত সীমার বাইরে অভিযান পরিচালনা ও ক্ষমতার অপব্যবহার।
৩. দুর্নীতি ও ব্যক্তিগত স্বার্থে প্রভাব বিস্তার।
৪. সমাজে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি।
আইনজীবী জুলফিকার আলী জুনু বলেন, জনস্বার্থে থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে পরিচালিত সাদা পোশাকের সিভিল টিমের কার্যক্রম তৎক্ষণাৎ বন্ধের নির্দেশনা প্রদানের অনুরোধ জানাচ্ছি। টিমের সদস্যদের কার্যক্রম পুনর্মূল্যায়ন ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার অনুরোধের পাশাপাশি সাধারণ নাগরিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষা নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা জারির অনুরোধ জানাচ্ছি।
আরও পড়ুন:








