সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জুলাই ছাত্র হত্যা মামলার আসামী সাইফুল ইসলাম আওয়ামী স্টাইলে অপকর্মে লিপ্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:১৩

শেয়ার

জুলাই ছাত্র হত্যা মামলার আসামী সাইফুল ইসলাম আওয়ামী স্টাইলে অপকর্মে লিপ্ত
সাইফুল ইসলাম

জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামী রামপুরা-ভাটারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ইসলাম সজিবের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে। জানা যায় সে জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার রামপুরা ভাটারায় ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলনের সময় রামপুরা ভাটারা এলাকায় আন্দোলনকারীদের ওপর নৈরাজ্য চালায় সজীব। ঢাকার সি,এম,এম আদালতের দায়েরকৃত মামলা নাম্বার সি আর ৩৪৮/২০২৫ ও সি আর মামলা নং ১৩৯/২৫, মামলা দুইটিতে আসামী সে। এছাড়াও সজীবের বিরুদ্ধে নানা অপরাধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের আগস্ট হাসিনা সরকার পতনের পর সাইফুল ইসলাম সজীব কর্নফুলী গার্ডেন সিটির ১০-সি ফ্লাটে ৪০ থেকে ৫০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। ওই হামলায় ফ্লাটে বসবাসরত জনৈক মিজানুর রহমানের ছেলে, মেয়ে এবং বাসার কাজের ছেলে জখম হয়। হামলা চলাকালীন অবস্থায় স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনীর সদস্যরা সজীব বাহিনীর জন কে হামলা করা অবস্থায় আটক করেন।

এ বিষয়ে রামপুরা ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।



banner close
banner close