বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

রাজধানীতে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫৮

শেয়ার

রাজধানীতে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘স্মার্ট হাসান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসান (৩৮)-কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর শেরে বাংলানগর সেনা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট সেনা ক্যাম্প জানতে পারে, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। আদায়কৃত চাঁদার একটি বড় অংশ তিনি পাঠাতেন তার গডফাদার জাহিদ হোসেন মোড়লের কাছে, যিনি বহিষ্কৃত যুবদল নেতা বর্তমানে পলাতক।

চাঁদা না দেওয়ায় তার অনুসারীরা বেশ কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধরও করে, যার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান মেহেদী হাসান।

শেরেবাংলা নগর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান,মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। আমাদের টহল দল তাকে একাধিকবার খুঁজে না পেলেও প্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাস চাঁদাবাজি নির্মূলে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, মেহেদী হাসানের গ্রেপ্তারের খবরে পূর্বে যারা তার বিরুদ্ধে জিডি অভিযোগ করেছিলেন, তারা থানায় এসে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।



banner close
banner close