বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

সন্ধ্যার মধ্যে ঢাকায় ঝোড়ো হওয়াসহ হালকা বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৫৪

শেয়ার

সন্ধ্যার মধ্যে ঢাকায় ঝোড়ো হওয়াসহ হালকা বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

সকাল থেকে গত ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কিন্তু সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের দুপুর একটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া প্রবাহিত হতে পারে।

এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিলো ৫৭ শতাংশ।



banner close
banner close