ডাকসু নির্বাচনে বিজয়ে অতি উল্লসিত হওয়ার কিছুই নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
বুধবার বেলা ১১টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আইনজীবী শিশির মনির লিখেছেন, ‘জয়-পরাজয় ছিলো, আছে এবং থাকবে। অতি উল্লসিত হওয়ার কিছুই নাই। আবার একেবারে ভেঙে পড়ারও কিছু না, সবই সাময়িক। ব্যক্তিত্ব-নেতৃত্ব-কর্মই আসল বিবেচ্য বিষয়। সকলের জন্যই শুভ কামনা।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি-জিএস, এজিএসসহ ২৮টি পদে ২৩টিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
বুধবার সকাল সাড়ে আটটার পর ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফলে তাদের নাম ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
আরও পড়ুন:








