বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

জাতীয় নির্বাচনের মডেল হতে পারে ডাকসু নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:১৭

শেয়ার

জাতীয় নির্বাচনের মডেল হতে পারে ডাকসু নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সরাসরি জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা করা যাবে না, তবে নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটি মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। তবে ডাকসু নির্বাচন নিঃসন্দেহে একটি মডেল হিসেবে কাজ করবে। এখানে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সবাই উচ্চশিক্ষিত। জাতীয় পর্যায়ে সেটি একরকম নাও হতে পারে, কিন্তু শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যবস্থাপনা অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত।

ভোট নিয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের কাছে কোনো পাল্টা অভিযোগ আসেনি। উপাচার্যের কাছ থেকে জেনেছি, প্রস্তুতি ভালো ছিল। সকাল পর্যন্ত মিডিয়ার প্রতিবেদনে দেখেছি ভোটও সুষ্ঠুভাবে হচ্ছে।

তিনি আরও জানান, অনেক বছর পর এমন একটি নির্বাচন হচ্ছে, যা উৎসাহব্যঞ্জক। একই সঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ প্রস্তুতি নিয়েও সভায় আলোচনা হয়েছে।



banner close
banner close