সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪৪

শেয়ার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে
আদালতে সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ( সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, শহীদ খান ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মামলাটি এখনও তদন্তাধীন। তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন এবং আসামির নামঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা জরুরি। তদন্তের প্রয়োজনে পরবর্তীতে তাকে রিমান্ডে নেওয়া হতে পারে।

শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী জামিন আবেদন করেননি। আদালত শুনানি শেষে শহীদ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার অভিযোগপত্রে বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র প্রতিরোধে গঠিত সংগঠনমঞ্চ ৭১গত আগস্ট আত্মপ্রকাশ করে। সংগঠনের অংশ হিসেবে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়।

আলোচনা চলাকালে একদল ব্যক্তি হট্টগোল করে সভাস্থলে ঢুকে পড়েন। তারা দরজা বন্ধ করে কয়েকজনকে লাঞ্ছিত করেন এবং ব্যানার ছিঁড়ে ফেলেন। অতিথিদের বের করে দেওয়ার সময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে। ঘটনায় ২৯ আগস্ট শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়।

উল্লেখ্য, আবু আলম শহীদ খান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।



banner close
banner close