আগামী পাঁচদিন দেশের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার এক পূর্বাভাসে এই তথ্য জানান সংস্থাটি।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত দেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এসব বৃষ্টিপাত বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়। সপ্তাহের শেষ দিকে, বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সামনের কয়েকদিন আবহাওয়ার এমন ধারাবাহিকতা বজায় থাকবে, তাই সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি রাখার পরামর্শ দেয়া হয়েছে।
আরও পড়ুন:








