নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক শিল্পাঞ্চল এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ বাচা চৌধুরী নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে গতকাল দুপুরে তার স্বামী মানব চৌধুরীও একই ঘটনায় মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
রবিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বাচা চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের ননীগোপাল মজুমদারের মেয়ে। তিনি বর্তমানে স্বামীর সঙ্গে পরিবার নিয়ে সোনারগাঁওয়ের কাচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বাচা চৌধুরীর শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। গত রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গতকাল তার স্বামী মানব চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
আরও পড়ুন:








