রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মী গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০৮

আপডেট: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:১৭

শেয়ার

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে এর আয়োজক এ টি এম ওমর ফারুকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মো. জিয়াউর রহমান (২০), হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন (২৭), আব্দুর রহমান (৪০), রিদোয়ান রাফি (১৯), মো. ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ (২৩), মো. মেহেদী হাসান হৃদয় (২২), এ টি এম ওমর ফারুক (৫৭) ও মো. সজিব খান (৩১)।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে জিয়াউর রহমান, রুবেল হোসেন, আব্দুর রহমান, রিদোয়ান রাফি, ফায়িম তালুকদার, ফিরোজ আহমেদ ও মেহেদী হাসান হৃদয়কে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগ। রাত আনুমানিক ১টা ৫ মিনিটে মোহাম্মদপুর নুরজাহান রোড এলাকায় অভিযান চালিয়ে এ টি এম ওমর ফারুককে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একই দিন রাত ২টা ২৫ মিনিটে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম কোতয়ালী থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সজিব খানকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।



banner close
banner close