রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শিক্ষা-স্বাস্থ্য খাতের মূল দায়িত্ব রাষ্ট্রের: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৫৯

শেয়ার

শিক্ষা-স্বাস্থ্য খাতের মূল দায়িত্ব রাষ্ট্রের: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য কখনোই প্রাইভেট খাতে ছেড়ে দেয়ার মতো বিষয় নয়। এগুলো রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে দেখা উচিত।’

শনিবার জাতীয় প্রেস ক্লাবে নিমো লার্নিংয়ের আয়োজনে ‘স্বাক্ষরতায় বাংলাদেশের অর্জন এবং আগামীর পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় উন্নয়নের জন্য জনগণকে সুস্বাস্থ্যের অধিকারী ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু আমাদের দেশে ধীরে ধীরে স্বাস্থ্য ও শিক্ষা প্রাইভেট খাতে ঠেলে দেয়া হয়েছে, যা দেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর।’

বিধান রঞ্জন রায় উদাহরণ দিয়ে বলেন, ‘২০১৪ সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও তারা দ্বিতীয় শ্রেণির সুবিধা পুরোপুরি পাননি। এতে তারা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন।’

তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় বর্তমানে গভীর বিভাজন তৈরি হয়েছে। সরকারি, বেসরকারি ও ইংলিশ মিডিয়াম শিক্ষার আলাদা ধারা শিক্ষার ঐক্য ও মানকে ক্ষতিগ্রস্ত করছে।’

তার মতে, ‘শুধু আইন করে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করলেই হবে না, বাস্তবায়নের দিকেও গুরুত্ব দিতে হবে। যদি সরকারি স্কুলগুলো মানসম্পন্ন শিক্ষা দিতে পারত, তবে এত বিপুল বেসরকারি প্রতিষ্ঠানের প্রয়োজন হতো না।’

এ ছাড়া, তিনি স্বেচ্ছাসেবী কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘শিক্ষার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা ও ভলান্টারি কাজের অভাব জাতীয় দুর্বলতা। এই ক্ষেত্রগুলোতে সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানো জরুরি।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সোহরাব হাসান, সাবেক শিক্ষিকা ও অভিনেত্রী দিলারা জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. কুতুবউদ্দিন এবং বিএনসিসির সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাহিদুল ইসলাম খান।



banner close
banner close