রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নয় নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৫১

শেয়ার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নয় নেতাকর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি।

রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মোট নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শুক্রবার জুমার নামাজ শেষে ওই এলাকায় আকস্মিকভাবে মিছিল বের হলে ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নয়জনকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান।



banner close
banner close