রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪৬

শেয়ার

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : উপদেষ্টা আসিফ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আসলে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে।

শনিবার ( সেপ্টেম্বর) সকালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে। বাংলাদেশের চর্চা হচ্ছেযে সরকার ক্ষমতায় থাকে, তারা তাদের ঘনিষ্ঠদের নিয়োগ দিয়ে থাকে। তবে আমরা চেষ্টা করছি কোনো দলের প্রভাব ছাড়াই স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে।

তিনি আরও বলেন, “মেধাবীরাই দেশের সম্পদ। আমার কাছে কোনো স্বজনপ্রীতির অভিযোগ আসেনি। মামা-চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন, তাদের এখন দেশের জন্য কাজ করার সময়।

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে তিনি বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ধরনের হামলা যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “মব আর রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য বুঝতে হবে। লাশ পোড়ানোর মত ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এতে কার দায় আছে এবং কার অবহেলায় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখা হবে।



banner close
banner close