দেশের আটটি বিভাগেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মেঘলা আকাশ, দমকা হাওয়া এবং কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শনিবার সকাল নয়টা থেকে আগামী ১০ সেপ্টেম্বর সকাল নয়টা পর্যন্ত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গেছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় না থাকলেও বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আগামী পাঁচদিনের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের দুই-একটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে নয় ও ১০ সেপ্টেম্বর দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাতের ধারা বুধবার পর্যন্ত একই রকম থাকতে পারে।
আরও পড়ুন:








