সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মোহাম্মদপুর-আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৪১

শেয়ার

মোহাম্মদপুর-আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩৬ গ্রাম হেরোইন ও ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদাবরে গ্রেপ্তার ৫ জন

একই দিন আদাবর থানা এলাকায় পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে লোহার তৈরি তিনটি ছোরা উদ্ধার করা হয়।

উভয় থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত অপরাধীরা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ।



banner close
banner close