মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০১

আপডেট: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩৩

শেয়ার

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া, বিভিন্ন কক্ষে থাকা আসবাবপত্রও ভাঙচুর করা হয়। একপর্যায়ে অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে, হামলাকারীদের ছত্রভঙ্গ করার পর জলকামান দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পুলিশ। পরে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

জাতীয় পার্টির নেতারা জানান, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। সরকার কার্যালয়ের নিরাপত্তা দিয়ে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তারা।



banner close
banner close